সুন্দা খাত কিংবা গঙ্গা খাতে নয়,
তোমার ভালোবাসা আমকে নিমজ্জিত করেছে
বিশাল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রান্সে।
হৃদয়ের ব্যাথার নদী নীলকেও হার মানিয়েছে,
আর তার গহীনতা আমাজানকে।
আজ ইতালির মত ক্ষতবিক্ষত আমার হৃদয়,
প্রতিটি ক্ষত যেন কাস্পিয়ানের মত বৃহৎ
আর বৈকালের মত গভীর।
আমার হৃদয়ের জমা তিক্ততা
মৃত সাগরের লবণাক্ততাকেও পরাজিত করেছে।
কি পেলাম তোমার কাছে? আজ হিসেব মিলায়;
আমার চোখকে করেছ ব্রাজিলের গুয়ারিয়া।
ইচ্ছে ছিল তৈগার মত তোমার হৃদয় অরণ্যে বিচরণ করার,
তা আর হল কই?
ভেবেছিলাম তোমার ভালোবাসা দক্ষিণ চীনের মত বিশাল
আর ক্যারাবিয়ানের গহীন,
যে দিন বুঝলাম তোমার মন ভ্যাটিকানের ক্ষুদ্রতার নিকট পরাজিত,
সেই থেকে তোমার হৃদয় অরণ্য, গোবির মত অসাড়,
আজিজিয়ার মত আমার উষ্ণ হৃদয় আজ রিজের মত শীতল।
তোমার স্মৃতি গুলো আজ হোয়াংহোর মত আমার দুঃখ।
আমি তোমার চোখের আড়াল হতে চাই,
দিনেমারদের সবুজ ভূমির দ্বীপে নয়,
ম্যান্ডেলার রোবেনে কিংবা নেপোলিয়নের সেন্ট হেলেনায়।
১৫.০৬.২০১৬ আনন্দপল্লী, সিলেট।