তুমি এলে...
তুমি এলে আমার ছন্দহীন গতিতে,
একটা মেরুহীন প্রান্তরে,
হৃদয়ের গ্রন্থিগুলির সম্প্রসারণে...
আচম্বিতে, কিন্তু সশব্দ ঝাকুনিতে।
তুমি এলে...
তুমি এলে আমার বোবা ঠোঁটের ভাষাতে,
আমার অমসৃণ দৃষ্টিতে,
যেন এক অপরিচিত অনুভূতির স্ফুরণে...
মুহূর্তে, কিন্তু লাজুক ঐ দু-চোখের চাওনিতে।
তুমি এলে...
তুমি এলে আমার লেখনীহীন কবিতাতে,
আমার অগোছালো আস্তানাতে,
অস্থির পেলব হওয়ার শীতলতা নিয়ে...
ক্ষণিকে, কিন্তু শ্রান্তিহীন ধুকপুকানিতে।
তুমি এলে...
তুমি এলে তোমার মৃদু হাতের স্পর্শে,
তোমার মুঠোয় রাখা সজীব প্রেমের গন্ধে,
হৃদয়ের উদ্বেলিত আলিঙ্গনে...
আমার পশে, আমার সাথে, আমাতে।
তুমি এলে...
তুমি এলে বসন্তের এক নির্ঝর দিনে,
ঐ বৈকুণ্ঠের শাখে বেঁচে ওঠা এক নতুন নীলে,
শ্যাম বিরহিনী, এক বাঁশির সুরে,
তমশাহীন পূর্ণিমার কিরণ মেখে।
তুমি এলে...
তুমি এলে আমার হাতটা তোমার মনে আঁকড়ে ধরে,
আমার এই অপরিণতর পরিণতিতে,
তোমার হৃদয়টা রেখে আমার হাতে,
তুমি এলে আমাতে, আমাতে, শুধু আমাতে...।