স্নিগ্ধতায়, বিশ্বাস ছিল আমার।
রাতের অন্ধ প্রলেপে,
যত ক্ষণিক গেছে লুটিয়ে,
সেই ক্ষণিক গুলো গুছিয়ে,
রাখা পোড়া এলবামের স্মৃতিতে, যন্ত্রণায়।
মুগ্ধতায়, আশ্বাস ছিল তোমার।
প্রাণবন্ত টানা ওই দৃষ্টিতে,
আমার কৃষ্টি পেয়েছিল উস্কানি,
শুধু শূন্যতা ফেলে গেছো আজ,
তৃপ্ত তুমি বাঁধা রীতিতে, মন্ত্রণায়।
তীব্রতায়, ছিঁড়ে অনুরাগ-প্রীতির বাঁধন।
মৃত্যুর রঙে রেঙেছো।
এই খোঁড়া হৃদয়ের নিলয়ে,
আছি তবু একা আজো দাঁড়িয়ে,
পোড়া সেই এলবাম আর চিঠিতে, সান্তনায়।
তিক্ততায়, ছুঁড়ে পরিহাস তোমায় আমার।
যত স্মৃতি পরে, ওই উজানে,
যাবে নোনা গহ্বরে মিলিয়ে,
কোনো বিস্মৃতির আঁধার ঘিরে,
থেকে গেছো অভিশপ্ত মনন হয়ে, প্রবঞ্চনায়।