জীবনের স্রোতে ভেসে চলেছি আমি এক নগন্য জীব,
পার্থিব কোনো কিছুর প্রতি নেই কোনো টান।
জীবন পোহালে হব জড়, হব ক্লীব,
সঙ্কোচ হীনে করে যাব তব জীবনের বলিদান।
তিমিরঘন রাত্রি ছাবে মোর পৃষ্ঠতল,
কণ্টকময় পথ হবে মোর রক্তে সিক্ত।
তমসা রাত্রি লঙ্ঘি হব দুর্বলেরই বল,
কলঙ্কময় পৃথিবীরে করি দুর্দশা হতে মুক্ত।
মৃত্যু মোর ললাটে লিখিত হয়েছে একদিন,
শমনে না ডরি তব মৃত্যুর তরে।
মৃত্যুর সম্মুখীন হলে মোর জীবন হবে ক্ষীণ,
দেখাবো সত্যের আলোক বিশ্বের অধম নরে।
জীবন মোর সার্থক হবে পূর্ণ হলে আশ,
প্রভাত কুসুম ফুটবে যবে শ্যামলীমার বুকে।
লাঞ্ছনা আর সংকীর্ণতার ঘটবে বিষম নাশ,
মৈত্রী, প্রেমের উদ্ভব হবে সুখে আর দুখে।
শতাব্দীর পর শতাব্দী কাটে আসে নব প্রাণ,
বিশ্বজুড়ে শান্তির ঘটে শুভ উদ্ভোধন।
মানবতার জয়ধ্বনী হয়না কভু ম্লান,
ধরণীর বুকে হাতছানি দেয় নির্মল বাতায়ন।
(কবিতাটি আমার বয়স বছর ১৪-১৫ তে রচিত, একটু অপরিণত হলেও প্রকাশ করলাম)