মাথায় ভোজবাজি সাঁটিয়ে,
আওড়াও
দু-চারটে মিটিং এর কিছু আশ্বাসময় বুলি।
কাগজে কলমে বিপ্লব।
কোন ফাঁপানো কান্নার সম্মেলন নয়।
গলার শিরা ছেড়া আর
ইতিবাচক ঢঙ।
সবই সহজ, কমনীয় কর্মাবলী,
বলাচলে "কাম কে ওয়াস্তে।"
হাতে ধ্বজা, মুখে মজা, পিঠে দেশের বোঝা, কিন্তু স্পাইনটা সোজা।
গলায় গলা মেশাও চোরে-সন্তে।
বড় বড় ভুঁড়ির আড়ালে কিছু
রাজনৈ…ধিক্ ছক কষে রাখা,
খুব সহজ।
ভোঁতা জগৎটাকে দেখেও রঙিন আবেগের স্বপ্ন
আর গম্বীর ভাবাবেগের চুনকালি।
শুধু ভোজবাজি আর মিটিং।
সার্থক এই আদর্শ,
এই দু-চারটে মিটিং।
চুলচেরা বিশ্লেষণ, "বাত-বাক্যি"
প্রয়োজন নেই লৌকিকতার।
মিথ্যার পুস্তকে নতুন কৃতিত্বের সংযোজন ঘটিয়ে
সবাইকে পিঠেটানা।
যন্ত্রে, মন্ত্রে, নতুন তন্ত্রে, চোরে-সন্তে, হলুদ দন্তে,
ক্ষান্তিহীন, ক্লান্তিহীন, শান্তিহীন,
জটিল, কুটিল, পঙ্কিল,
পঞ্জিকাবদ্ধ, অর্ধসিদ্ধ,
দু-চারটে মিটিং.....।