আমিতো ভিক্ষার অন্ধকারে দলিত নই,
আমিতো পশু নই,
আমি তিলে তিলে গড়ে ওঠা সাদাকালো এক মানুষ,
হ্যাঁ,.. আমি এক মানুষ।
সৃষ্টির অন্তদৃষ্টিতে হৃদয়ে এক উজ্জ্বল দিন,
দুঃখ, দুর্দশার আগুনে মন আমার পীড়িত,
যুদ্ধ আর শক্তিক্ষয়....
- আমার হৃদয়কে করেছে পর্যুদস্থ।
পীড়িত হৃদয়ের স্বপ্ন গুলি ডুবে গেছে গহ্বরে,
নতুবা দারুন হালের ঘায়ে আমার হৃদয় পরিখা কর্দমাক্ত।
শক্তি দিয়েও ছিঁড়তে পারছিনা
সেই পরিখার প্রাচীর।
অগোছালো এলোমেলো হাওয়াবদল,
আমার হৃদয়ের নাগপাশ কাটিয়ে এগিয়ে যায়।
অথচ আমি স্থির, নিস্তজে,
আশাহীন তপ্ত হৃদয়, অশ্রুহীন লাল চোখ।
আমার স্বপ্নে রাঙানো তুলিটা আজ উন্মাদনায় ভরা,
এঁকেছে সেই "সাদাকালো মূর্তি"
যা এক কঠিন সত্যেরমত মর্মন্তুদ,
মৃত্যুর মতো শীতল।
চেতনার অন্তরালে আমার রাঙানো
পৃথিবীটা হয়তো ভগ্নদূতের মতো
সারাদিয়ে যাবে কোনো এক দিনের কথা,
যেদিন দিনমনীর দৃষ্টি এড়িয়ে,
ধরণীর কায়া গুঁড়িয়ে,
দাবাগ্নি মাঝে আমরা
রয়ে যাব ধ্বংসস্তূপের সারিতে।
সেদিন শহীদের মর্মবাণী ও বিলীন হয়ে যাবে
কোনোএক অভিপন্ন আলয়ে।
মমত্বহীন হৃদয় সেদিন চূর্ণবিচূর্ণ হবে,
আমার মনন সেদিন পথে পথে খুঁজে পাবে
সহস্র নিষ্পাপ শিশুর ব্যার্থ ক্রন্দন।
সেদিন সবুজ "হ্লাদিত" পৃথিবী
হবে "ইতিহাস।"