নিরন্তর ছোবলে বিষ উগরাচ্ছে ধর্মধর-এর বাণী,
নাস্তিকের আস্তিকতা পথ হারাচ্ছে ভীষণ স্বরে।
বিনামূল্যে বিক্রি হচ্ছে সন্তানসম্ভবার যোনি,
প্রসব যন্ত্রনা বেঁচে আছে জরায়ুর অন্তরে।
দামামা বাজছে ওই, আসছে দুরন্ত ঝড়,
নদীর জলে পোড়া গ্যাসোলিন ভাসে।
একমুঠো নেশায় ভাঙছি নিজের ঘর,
পোড়া স্বপ্নের লাশ শুকচ্ছে হলুদ ঘাসে।
রক্তের কোলে শুয়ে আরো একফোঁটা রক্ত,
নিউরোনের মাঝে মাকড়সা হেঁটে চলে।
বুকের তাজা আগুনটা আজ সুপ্ত,
পথশিশু জন্মায় অবৈধ সকালে।
আমার ঘুমে মৃত্যু দিচ্ছে ধিক্কার,
আমার ক্লান্তি নগ্ন প্রহর মাপে।
পকেট ভরা শূন্যতার শুধু চিৎকার,
ভালোবাসা শুধুকি সত্যি সংলাপে?