দুসংবাদ শুনে যে আনন্দের জন্ম হয় তার নাম লোভ!
কেউ কেউ সামলে নেয় কারো কারো হয় তীব্র ক্ষোভ।
কত খোলামেলা আমাদের সম্পকর্গুলো আজকাল,
চাইলেই গালে টোল পরাতে পারি শবযাত্রায়।
দুসংবাদ শুনলে ইদানিং আমাদের খুব ভালো হয় ঘুম
আয়েসে আগামীকালের লোভে হাসি, লোভে কাঁদি
খেলি, লোভেই বাচি বেমালুম।
কত নির্লজ্জ আমাদের চেতনা
কত অকৃতজ্ঞ আমরা মানুষের কাছে,ইশ্বরের কাছে
রূপবতী শোনো!
পৃথিবীটা এখনো কমলালেবুর মতো
সবকিছু বুমেরাং হয়েই ফিরে আসে অবুঝ!



মুহাম্মদ জহির উদ্দিন
১৫ মার্চ ২০১৬