উর্বশী মায়ের সমতল পেটে বলিরেখার ঢেউ এঁকে
গলা আর যোনি ফাটা চিৎকারে তুমি জন্মেছিলে,
আম্বলিকাল কর্ড কেটে ফেলার পরও বিচ্ছিন্ন হওনি।
হাত ধরে হাঁটতে শিখলে, ঠোঁট মিলিয়ে বুলি
হাত ঘুরিয়ে অ,আ,ক,খ আর বাবার হাতে তুলি
সবইতো গেলে ভুলি।
আধুনিক হলে বেশ, ভিনদেশী ভাষা, গাড়ি জামা জুতা কেশ
সহকর্মী, বন্ধুরা বলে আহা বেশ বেশ বেশ!
নিজের ঘরে মায়ের পরবাস, হিমকক্ষে তোমার সহবাস।
প্রয়োজন ছাড়াই সেদিন তোমার প্রজনন হয়েছিল, ভালবেসে
আজ প্রয়জনেই হয় প্রজনন তোমার ভবিষ্যতের, হিসেব নিকেশে।
কস্মেটিক সার্জারি করে ভুলে যেও সব বেদনা
সম্পদের বণ্টনটা সুষম হবে বলে, কর্পোরেট প্রজননে।



মুহাম্মদ জহির উদ্দিন
১৫ মার্চ ২০১৬