কবি লেখক জংলীর মতো
রাখে কলমে ধার
তাইতো ভয়ে রাখে সরকার
পুলিশ পাহারাদার ।
চোখ নজরে কবি লেখক
চোখ নজরে কলম
সত্য কথা বললে কেউ
চোখে দেবে মলম ।
সরকার এখন খুব-ই শক্ত
কলমই যত ভয়
বইয়ের পাতা পোকায় খেলে
ভাবে নিজের জয় ।
লেখক মরলে ভেটকি হাসে
অবুঝ বোকা সরকার
ভোটের খাতায় হিসেব রাখতে
ভাঙ্গে কলম বারবার ।
হায়রে কলম দিস না সরম
করিস না প্রশ্ন আর
ভুল নাকি মাসুল দিয়েছে
সালাম রফিক জব্বার ?
বলি শুনো ওয়ে বুনো
নিবে যত রক্ত
আমার রক্তই বলবে কথা
সত্যের ষোল অক্ত ।