এরা আমার লগে এমুন করে কেরে ?
কেরে ধইরা আনল থানায় ?
আমি কী করচি ?
কিকেট হেলতে বিআল বেলায় বাসার পিছে
বালুরটালে গেচিলাম,
ওম্মা, তিনডা ফুলিশ আগ্গাইয়া আইয়া কইলো,
ওই ছেড়া এইদিকে আয়
কতামতন আমি আগ্গাইয়া গেলাম
একডা ফুলিশ আমার ফ্যান্টের ল্যাঙ্ডা ফয়েড
আরো ল্যাঙ্ডা কইরা কী যেন খুঁজতাছিল
অনেক বেলার পর কইলো,
ওই তর ফয়েডে ইডা কি ?
কইলাম, কি ?
ফুলিশ কইল, তর ফয়েডে গাইঞ্জা
আইলো কেমনে, খাস না বেচস ?
ওমাগো, ফুলিশ কই কি !
কইলাম, ইডা কি কন !
তাইলে, তর ফয়েডে গাইঞ্জা আইলো কেমনে ?
অ মাগো, আফনি কি কন
আমার ফয়েড ত খালি, এইডা ফাইলেন কই !
তর ফয়েডেই ত ফাইলাম ।
আমার হারাশরীর কাঁফতাচে
একদম তবদা হইয়া গেলাম,
কী কুমু আমি !
জানি, আমার সব ফয়েড খালি
এরা গাইঞ্জা ফাইলো কই ?
আরেক ফুলিশ কইল,
অয় থানায় চল, সব কতা বাইর কুরুম থানায় লইয়া,
তর বাফের নাম কী,
ওই মিয়ারা, তুমরা অর বাফেরে খবর দিও,
য়ে গাইঞ্জা লইয়া ধরা ফড়ছে
থানায় গিয়া যেন ছুডাইয়া লইয়া আয়ে ।
অনেকগুলান ফুলা-ফাইন আমার দিকে চাইয়া লইল
তহন খুব লজ্জা লাগছিল, চোখ দিয়া জল ফড়ছিল
আমি কি কুরুম অহন, আমি তো কোনো দোষ করি নাই,
আমি তো সিগেটও খাইনা, গাইঞ্জা আইলো কেমনে ফয়েডে ?
এই কতা হুনলে কি বাফে আমারে ছুডাইতে আইবো থানায় ?
কেন্ ছুডাইতে আইবো ?
বাফে কি বিশ্বাস করবো, আমার ফয়েডে গাইঞ্জা ফাইছে য়েরা ?
আমার ফা চলতাছে না, মাথাডাও কেমুন কেমুন করতাছে
কেমুন যেন ডর করতাছে, মাঘের শীতডারেও খুব ততা লাগতাছে !
আমি অহন কী কুরুম ?
কেমনে কুমু বাফেরে-
আমি গাইঞ্জা খাইনা
আমি গাইঞ্জা বেচিনা,
বিশ্বাস করেন বাবা
য়েরা আমারে ফাঁসাইয়া দিছে
য়েরা আমারে ফাঁসা…।