১.
নিয়তির কাছে হেরে যাওয়া
দীর্ঘশ্বাস, শুন্য জুয়াড়ির সাথে
পিতার রোজ
বৃহস্পতিতে দেখা না হলে
স্বর্গে গিয়েই বা কি লাভ?
২.
মা এখোনো বিশ্বাস করেন
পিতা নদীর পাশে পথ ভুলে
বাড়ী ফিরতে পারছেনা
উনার কাছে দিনগুলো
অনেকটা শীতের সকালে
রাতের ভাতগুলো উনুনে গরম করে
আমাদের খাওয়ানোর মত।
৩.
পিতার ইচ্ছে ছিলো কবরটার উপরে য্যানো
একটা খেজুর গাছ লাগানো হয়,
পিতা,আমি জানিনা খেজুরগাছটা
কিভাবে গুণে রাখছে -
তোমার মৃত্যুর বয়স?
০৪.
ফুসফুসের চামড়া দিয়ে
ঈশ্বর জুতো সেলাই করেন
সেই রোজগারে চলে
পিতাদের রোজকার ধর্মসভা।