*
মধ্যবিত্তদের
স্বয়ং ইশ্বরও পছন্দ করেন না
আর আমি তো গোরখোদক,
মৃত লাশ টানি,
ধুলাঘর জমে আছে শরীরে,
ঘামের ফসিলে ঝুলে
আছে ঠোসাপোড়া
মেহনতের হাত।
দু বেলা দু মুঠো পান্তাভাত
আর মেয়ে দুইটার মুখে
আপন ভোলা পথের হাসি
এই আমার কাছে
বেজায় স্বর্গসুখ।
আর তোরাতো উঁচু
তলার বাসিন্দা,
হাওয়ায় হেঁটে গেলে
সুঘ্রাণ পাশ ছাড়ে না,
এয়ারকুলার না
থাকলে ঠিকমত ঘুম হয়না,
গ্রামের মাটিতে
কাঁদাজল গন্ধ
তাই আর পাঁ পড়েনা।
ওরা গেরাইম্যা খ্যাত,
অসভ্য, মূর্খ
শহইর্যা মানুষের লগে
ঠিকঠাক মানাইতে পারে না।
অথচ তোরাই প্রয়োজনে
বুলি আওরাশ
আমাদের রন্ধে রন্ধে
সুপ্ত আছে
শ্রমজীবীদের সফেদা।