নিসংগতা যখন গ্রাস করে
স্রৌতস্বিনীর শতদলের ঠোঁটে,
শিরার দ্রৌপদি উপপাদ্যে
হাওয়া খেলে যৌনতার শহর।
শীতের কাফেলা
চেয়ে দেখো-
পাললিক বৃষ্টির অবশিষ্টাংশ
পড়ে আছে ঋষি নদীর ধারে।
কলেরপুতুল
হাসি খেলেছো
অবাঞ্ছিত নাটাই এর ঘুড়ি,
ঘুমন্ত নীলের আঁতুরঘর,
আপন ভেবে নিয়েছো
হেমন্তের অনুজ্জ্বল
ধনেশের শ্বেতপল্লভ ।