মরতে যখন হবেই
তখন ত্রিশ এর ভেতরেই মর।
বেশী দিন এইখানে থাইক্কা
কার বাল ফালাবি
যত্তসব আজাইড়া দুনিয়াদারি চিন্তা।

এখানে তোরে ইশ্বর
ওপারে
স্বর্গের জন্য কান্না
আর নরকের জন্য
ভয় পেতে বলেছে।

পৃথিবীতে সুখী মানুষ
হওয়ার কি খুব প্রয়োজন?

যা বাপ
এইবার
একটু মসজিদ, মন্দিরে গিয়ে
পাপ মোচন কর
মানুষের কাছে গিয়ে
কোন স্বার্থ উদ্বার করবি

-
নাকি তুই
নরকেও আস্থা রাখিস না।