বৃহস্পতির অন্ধকারে মিশে গেছে
পুরোনো আততায়ীর রক্তাক্ত সকাল,
বেখেয়ালি ছায়াগুলো ভুলে
গেছে মনুষ্য দেহে প্রবেশের পথ।
জনশুন্য হয়ে আছে
কায়রো শহর,
কাঠের পাপেট গুলোকে
মোড়া হয়েছে অপবিত্র শুন্যতায়।
তবুও আশায় বুক বাঁধি
এই বুঝি ফিরে এলো
এলোকেশী বুসায়না।