কবিরা সমাজের ব্যাধি,
সমাজ,
বেঁচে থাকা অবস্থায় কবিদের কখোনো মেনে নেয়নি।
কেও কেও তো নাস্তিক, অমানুষ
হারামজাদা, কুত্তারবাচ্চা
প্রভৃতি নামে উপাধি দেয়।
ধন্য হোক
এই পৃথিবীর শাসকেরা
যারা কবিতাকে দেখে মৃতশব্দ হিসেবে।

আমি কবিতাকে নিজের মাঝে
লালন করি
নাম দিয়ে কি আর
কবি কেনা যায়?
আমি কখোনো
অপু হয়ে আত্নহত্যা করি
আবার কখোনো মৃত্যুঞ্জয়
হয়ে বিলাসীর পথপানে চেয়ে থাকি।

আর শেষ প্রহরে
যদি ভালোবাসার কথা ধরি
তাহলে
আমরা সবাই হেলাল হাফিজ।

কেও কি
নিজের চিবুকের কাছে
কখোনো
জিজ্ঞেস করেছি-
মানুষ জন্ম থেকেই একা।
( "বেঁচে থাকুক কবি,
বেঁচে থাকুক তার কবিতা" )
বি:দ্র: লেখাটি একজন প্রিয় কবিকে নিয়ে।