কারা যেন হেঁটে যায়
দীর্ঘশ্বাসের তটে,
পুরোনো শার্টের কলারে
খামছে ধরেছে একজোড়া চোখ।
দূর থেকে ভেসে আসছে
পারস্যের আজান,
সিঁদুর পড়া বউঠান
উঠোনে সাজাচ্ছে লক্ষীদেবীর
আগমনের প্রদীপ।
নীড়ে ফিরে যাচ্ছে
শুয়োবনের আহত পাখিরা।
হঠাত কে যেন
নগ্ন পায়ে পালিয়ে বেড়াচ্ছে
রিক্ত পায়েলের উন্মাদ ধ্বণী।