শুয়োবনের এপিটাফ জুড়ে নেমে
আসুক রুপাই বসন্তের দাঁড়কাক
মৃত হেমলোক ভাসিয়ে
বৃদ্বাশ্রম খুঁজে পায়
ক্ষুদার্ত নীলের লক্ষীপেঁচা।
সমস্ত মুখোশের ঝতুতে
আত্নবিলোপ ঘটে
ধ্বনী বিপর্যয়ের রাত্রি
রসুইবন গায়
কালো শিরার কবিতা,
অথচ চোখের দরজা খুলে
কখনো দেখিস নি
হাইয়াই শীতেরা কিভাবে
শ্যামবৃক্ষ হয়ে গাইছে
অথর্ব মানুষের গান।