অন্ধকারকে খুঁজে পাওয়া যায়না
কাচঁকাটা আলোর এক প্রহর
সুসায়েট দুরত্বের সীমারেখায়
ধোঁয়াশায় হাতড়ে ফেরে
সব নিরাপদ গন্তব্যের দুরত্ব।


কালোআঁচড়ের পর্দায় হারিয়ে গেছে
শব্দঋণ নামক নিকোটিন পোড়ানো
দুইশত একাশিটি নির্বাক কণ্ঠচিত্রের সকাল,
প্রতিনিয়ত স্বৃতিশক্তি হারায়
বৃদ্ব ঝতুর লালচে এপিটাফ।


মগজের ইলাস্ট্রেট ঘোরে মৃত্যু ঘটে
পৃথিবী সাথে জেগে থাকা
ক্যান্সার আক্রান্ত সোমবার,
প্রভাত গুলোর নিদ্রাহীন শুন্যকান্নায়
জলসে গেছে গতকালের শুভরাত্রি।