আমার নিকোটিনে পোড়ানো
ঠোঁটটাকে আদ্রতার মায়ায়
শুষে নিচ্ছে বাগদাদের
এক নামকরা রাত্রের প্রেয়সি।
-
-
প্রেয়সীরর কলঙ্ক মাখানো চোখদুটোয়
একে দিচ্ছি অমবস্যার রাতে লুকানো
এক পশলা আষঁটে বর্ষার অপার স্নিগ্ধতা
আর তার নিঃস্বাসের-
সুরে গাইছি মাদকতার গান।
-
-
পাজরের প্রান্তরেখা বরাবর মাথা গুঁজে
বিষাক্ত চুম্বনদৃশ্যে আঁকছি
শতবর্ষের নীলাভ্র জায়নামাজ।
-
-
হঠাৎ আমার বাম হাতটা কখন যেন
তার ডান কনুয়ের ভাজ দিয়ে ঢুকে
বুসায়নার কটিদেশে আঁকছে
নীলনকশার বেসাতীত প্যারোডি।