০১/
আমাদের রমণীগণ পত্নীপ্রেমের নিদর্শন স্বরুপ
আগ্রার বিখ্যাত তাজমহল দেখিয়ে থাকেন
অথচ উনারা জানেননা মমতাজ, সম্রাট
শাহজাহানের প্রথম কিংবা একমাত্র স্ত্রী ছিলোনা।

০২/
বাবার দ্বিতীয় স্ত্রী ছিলো আমাদের প্রতিবেশী
অফিসার্স কোয়ার্টারের ভাড়াটে খেমটা মাগী।
বাবা যখন গভীর রাতে বাড়ি ফিরে যেতেন,
দ্বিতীয় স্ত্রী বিষয়ক তিন ঘণ্টা সন্দেহ বিতর্কের পরে শেষরাতে
ঝিঁঝিদের ঘুমিয়ে পড়ার কালে,
'মা' বারান্দায় বসে কাঁচের চুড়ি ভাঙ্গতেন,
আর কপাল চাপড়াতে চাপড়াতে বলতেন,
"আমি তোর প্রথম স্ত্রী,
আমার তাজমহল কই"?

০৩/
মা মারা যাবার তিন বছর পর
'বাবা'র সংসারে গিয়ে দ্যাখি
ভাড়াটে খেমটা মাগী তাজমহল
দখল করে বসে আছে,সৎ মায়ের বেশে।
আমিও জেনে যাই, "আদৌতে মায়ের
সংসার ছিলো অসম্পূর্ণ তাজমহল"।