মহাকাশ ভাঙ্গতে ভাঙ্গতে এভাবেই নিঃশব্দে-
একটা আস্ত নক্ষত্র সমুদ্রের বুকে মিশে গেছে।
পাহাড়ের মরা বুকটাও,
প্রদীপের তেল শুকানো সলতের মতো
পুড়ে গেছে!
আমিও যাযাবর সেজে-
একটা অন্য পৃথিবীর খোঁজে বেরিয়েছিলাম,
শীতের চাদরে রোঁদ লুকিয়ে,
যেখানে নদী হওয়ার স্বপ্ন দেখেছি,
বিশ্বজয়ের স্বাদ পেয়েছি,
সেখানে এক ছায়াপথ শূন্যতাও
পাথর হয়ে যায়!
চোখ, কান,নাক মুখ, দম বন্ধ করে-
হাতের রেখায় বিশ্ব এঁকেছি,
নিঃসীম সুখও আমায় খুঁজে নিয়েছে।
এ পৃথিবীর টুকরো দুঃখও
আমায় কভু ছুঁয়ে দেখতে পারেনি,
তারপরও বুকের ভিতরটাতে
ফলার মতো সন্তপর্নে কি বিঁধে যেনো,
একটু আকুতি, একটুকু ব্যাথা!
সাঁঝের বেলা যে হয়ে এলো-
আমি তো পারিনি,
হাতের মুঠোয় ফুরোলো যে সময়
তাকে তো আমি আর ধরে রাখতে পারিনি...