দাম বাড়েনি কোন কিছুর, দাম বাড়েনি কারো,
কত্ত সুন্দর সস্তা এ দেশ, ভাবতে তুমি পারো!
দাম বাড়েনি চালের নুনের, দাম বাড়েনি তেলের,
দাম বাড়েনি সুন্দরী মেয়ে, চাকরী পাওয়া ছেলের!
দাম বাড়েনি সাবান সোডার, দাম বাড়েনি ডালের,
দাম বাড়েনি চাষাভুষোর, মহিষ গরুর পালের!
দাম বাড়েনি সিমেন্ট বালুর, দাম বাড়েনি ইটের,
দাম বাড়েনি বাসা বাড়ির, ক্ষেত-খামার বা ভিটের।
দাম বাড়েনি লোহা রডের, দাম বাড়েনি শ্বাসের,
দাম বেড়েছে কেবল শুধু দালান কোঠায় বাঁশের!
দাম বাড়েনি সবজি মাছের, দাম বাড়েনি খাসির,
দাম বাড়েনি জনগনের, কিম্বা তাদের রাশির!
দাম বাড়েনি আমার তোমার, দাম বাড়েনি কিছুর,
দাম বাড়েনি ফুটপাতে থাকা হাজার লক্ষ শিশুর!
ঠিক দেখেছেন টিনের চশমায়,দাম বাড়েনি মোটেই,
মানুষ মেরেই তো সব ঢাকা যায় অল্প কিছু নোটেই!