অচেনা এ শহরে রাত বেড়ে চললেই
এক জোড়া চোঁখ তাড়া করে আমায়,
আমি ছুটে চলি রোম থেকে বার্লিন;
আমস্টারডাম থেকে লিসবন;
অমন শান্ত সমুদ্দুর পাই কই বলো!
অন্ধকার নামলেই
আমার জানতে ইচ্ছে হয়,
সরষে ফুলের মতো ঝরঝরে
তোমার চুলে এখনো ঐ ঘ্রাণ আছে?
ঠোঁটের কাছের মিহি তিলটা মাদুর বিছিয়ে
আজও ঠোঁটের কোনে হাসি মাখায়?
তোমার চোয়ালে বৈশাখী ঘ্রাণটুকু আছে?
এখনো কালবৈশাখী হয়?
রাত বেড়ে চললেই নিঃসঙ্গ হই আমি,
তোমাকে বুকের বা'পাশে স্থান দিয়ে
বলতে ইচ্ছে করে-
'ভালোবাসি'