কোন কোন জন্ম অমত্বের বৃন্তে চিরযৌবনা থাকে,
কোন কোন মৃত্যু জীবনের চেয়েও অধিক উজ্জ্বল,
কিছু কিছু চশমা দূরবীণের চেয়েও দূরদর্শনক্ষম,
কিছু কিছু অাঙুল কালেভদ্রে নমিত হয়, কিন্তু
নমিত করে রাখে অজস্র রক্ত চক্ষু অনন্তকাল;
অামি তেমনই এক অব্যর্থ অাঙুল, চশমা বা
সিগারের পাইপসহ এক মহামানবকে স্মরণ করছি,
অাজ, এদিন, তাঁর অাবির্ভাবের দিন, যার অাবির্ভাব
বাংলাদেশ নামের একটি দেশের ভ্রূণ সৃষ্টি করেছিল
মৃত্তিকার গহীন ভিতরে। স্মরণ করছি মজিবরকে,
যিনি অামাদের বঙ্গবন্ধু বা বাঙালি জাতির পিতা;
অাজ তাঁর মহাশুভ জন্মদিন, সর্বশুভ হোক।