নকশাহীন ভবিষ্যৎ
ম্রিয়মান দিনের পাঁজর থেকে
সোনালী সূর্য উদিত হবে কিনা জানিনা
কিন্তু মাটিতে পোড়া ঘ্রাণ টের পাই,
সময়ের গ্রন্থিতে নতুন কিশলয়ের কোরক
জন্ম নেবে কি না জানি না
কিন্তু মরু গ্রাসে বিবর্ণ বৃক্ষের জীর্ণতা দেখতে পাই।
অবাক সময় এসে ঢেকে ফেলছে চারপাশ
সাহারার মরুঝড় গিলে খাচ্ছে মেক্সিকো
আটলান্টিকের উষ্ণ বায়ু উত্তপ্ত করছে আর্কটিককে
আর্কটিকের বরফ এসে ত্রাস ছড়াচ্ছে কানাডায়;
আবার জেগে উঠতে যাচ্ছে কুমারী কন্দম
সবার সামনে এখন জিল্যান্ডিয়ার ভূমিতল
দাবানলে পুড়ছে বনরাজি, পশুপাখি, পোকা-মাকড়
বেড়ে ওঠা জলরাশিতে ডুবছে নতুন বন্দর নগর
হিমটুপী ছুঁড়ে ফেলে নাচছে নেড়ে পাহাড়
চেয়ে চেয়ে দেখছি আর ভাবছি পালাবার পথ কি?
পথ নেই, ঠিকানা নেই, নেই সহায় সম্বল
বিরাণের বিষন্ন আবহাওয়া আবার শোনাচ্ছে গান
আসন্ন হিমযুগের, গুহাবাসী মানব জনম;
আবার কি ঢাকবে পৃথিবী প্রবল অন্ধকারে!
আবার কি ভুলবে মানুষ সভ্যতা-ইতিহাস মন্ত্র!
আশংকায় জমে যায় হাত-পা, বুক কম্পমান।
তার ভিতরেও দেখি কোলাহল পরিপূর্ণ নগর
তার ভিতরেও দেখি অফুরাণ প্রাণোচ্ছ্বলতা
শুনি মৃত সঞ্জীবনী গান, ভুলি বিপন্নতার দুঃস্বপ্ন।
আরশাদ ইমাম//বিবর্ণ দিন-বিষন্ন রাত//
০২-০৭-২০২০//বৃহস্পতিবার//ঢাকা