তুমি খোকা বোঝ যেটা
জনগণ তা বোঝে না
যার মূল্য শতেক কুড়ি
তারই পিছা ছাড়ে না।

যাদের জন্য জীবন বাজী
বাপ-মা হারা, ঘর বিবাগী
যাদের জন্য জন্ম বৃথা
তারাই করে চোখ ট্যারা।

যার মূল্য নয় সিকে
এই জনতা তার পিছে
যদিও মরে সেই বিষে
মরেও পায়না টের তারা।

একাত্তরে জীবন দিয়ে
ভুল করেছে শহীদ ভাই
আজকে হাড়ে হাড়ে বুঝি
কোথায় জীবন দিতে নাই।

তবুও যারা দেশটাকে
ভালোবেসে মুখ বুজ
অপমানের সব জ্বালা
হজম করে বুকটাতে।

সীমান্ত বা দেশের মাটি
রক্ষা যাদের মূল কথা
বাঁচবে কিংবা মরেই যাবে
তারাই গড়ে রূপ কথা।

এখন নতুন ব্যাধি এসে
ঘরের ভিতর ঘর বাঁধে
জঙ্গী কিবা জিঙ্গোইজম
দেশটা পড়ছে কোন ফাঁদে!

তাদের সামাল দিতে কত
মরছে পুলিশ যোদ্ধা র‌্যাব
আমার মতো চাকরী করেও
হয়তো পাবে মেডেল ক্র্যাচ।

তাদের জন্য লাল সালাম
জানায় যখন মাশরাফি
কলম নিয়ে এই আমি
কেমন করে চুপ থাকি।

দেশের ছেলে মাশরাফি
সালাম রফিক বরকতে
হামিদুর বা মতিউরকে
আমার সেলুট একসাথে।

আরশাদ ইমাম//বিরামপুর//দিনাজপুর
১৯ এপ্রিল ২০১৭//বুধবার//০৬ বৈশাখ ১৪২৪।