সেতু হতে মাথা চাই মাথা ছাড়া গতি নাই
ভয়ে মরে ছোট শিশু ইশকুলে যেতে
বাবা-মা ও নাজেহাল কী যে এল হাল চাল
এ কালে এ কথাতে কেউ বিশ্বাস পাতে!
গুজবের ডালপালা করে কান ঝালা ফালা
ধাঁই করে ভেসে গেলো ডেঙ্গুর স্রোতে
মারা যায় শিশু বুড়ো হাড় মাজা গুঁড়ো গুঁড়ো
না জানি কি হয়ে যায় কী জানি কী হতে!
এরি মাঝে কেউ কেউ আওয়াজ ঘেউ ঘেউ
জাতির আস্তিন চাটে ভিনদেশী গোঁ-তে
আমার বাংলা সোনা গানে কত ধুন বোনা
সে সব লাগে না ভালো পাকি বীজ জাতে।
এরপর আছে কী যে, এসে কে তা বলে যাবে
প্রস্তুত আছি আমি গুজবকে ধরে
এডিস স্যাডিস্ট মশা নয় হাসি তামাশা তা
যদিও ছড়ায় নি তা গরীবের ঘরে।
আরশাদ ইমাম//০৮-০৮-২০১৯//ঢাকা।