তুষার নামছে বরফ জমছে
শুষ্ক মাটি মরুর বালি
আরো কঠিন কঠিন হচ্ছে।
তুষার কণা ঢাকছে ধুলি।

মাটির বুকে ধবল তুষার
শিউলি ঝরা পুষ্প তলা
জমে যাচ্ছে অস্ত্র গুলো
বন্ধ হচ্ছে যুদ্ধ খেলা।

বাতাস ঢাকা কুয়াশাতে
ডাকছে অবসরের পাখি
খোশ গল্পে চুল বাঁধছে
না হয় পড়ছে পুস্তকাদি।

কোমল হাতের কঠোরতা
বন্ধ রেখে শীত অবকাশ
দল বেঁধে গায় কিশোরী সুর
শিথিল মুঠো ক্লান্তি প্রকাশ।

যোদ্ধা নারীর কোমল মনে
আজ সকালের তুষার চাদর
রুক্ষতাকে সরিয়ে দিয়ে
বুলিয়ে দিচ্ছে কোমল আদর।

প্রখর রোদের উষ্ণতাকে
ভুলে এখন তুষার বলে
খেলছে ছোঁড়াছুঁড়ির খেলা
রূঢ় বাস্তবতা ভুলে।

হঠাৎ অবসরের বেলা
আসে যখন নোটিশ ছাড়া
রক্ত ক্ষরা বিনাশ নেশা
ছেড়ে, হবেই আত্মহারা।

এক সফরের টিকেটে এই
পৃথিবীতে এসেই কেন
হানাহানি দমন পীড়ন
নরক বৃক্ষ চারা বোনো?

আয়রে তুষার গভীর হয়ে
ঢেকে দে তুই এই চরাচর
এক হয়ে যাক সকল মানুষ
যাক ভুলে এই আপাতঃ পর।

এসো বোধের বৃক্ষ তলে
নিজের সঙ্গে গল্প করো
শোনো নিজের মনের কথা
ভালোবাসায় বিশ্ব ভরো।

নয় আর যুদ্ধ, নিধন যজ্ঞ
ভুল মতবাদ ভ্রান্ত ধারা
ছড়াও সোনার স্বপ্নকুচি
শুভ্র জ্যোতি জগত জোড়া।

আরশাদ ইমাম//বুধবার//ঢাকা।
২৮ ডিসেম্বর ২০১৬//১৪ পৌষ ১৪২৩।