নল খাগড়ার বন পাপ-পঙ্কিল মন
আষ্টে-পৃষ্ঠে বাঁধে এখন-তখন ক্ষণ।
চোখে পরা ঠুলি তার উপরে ধুলি
সমুখ কুয়াশাময় পথের দিশা ভুলি।
আমি তুমি ও সে চলছি পাশে পাশে
বিপদ হলে বুঝি কে আসলে কাছে
নকল মাথার চুল নকল হাসির দাঁত
নকল মগজ-ঘিলু নকলেই বরবাদ।
গিরগিটি আর কাক করেই যাচ্ছে হাঁক
এই এখনি দেখছি এখনই সব ব্লাক
যায় না দেখা যাকে সে-ই নিকটে থাকে
মানুষ যে জন খাঁটি কে ডেকেছে তাকে!
কাছের মানুষ জন সবাই নয় আপন
আপন হয়ে থাকে এটা জীবন যাপন
যাবার সময় দেখো কেউ যাবে না সাথে
নিজের পাট্টা-পুঁজি সেটাই সঙ্গে থাকে।
নিজের কথা ভাবো নিজের পথকে চিন
পাপ-পূণ্য সোয়াব মানব মনের খোয়াব
শেষ বিচারের বিধি গল্প-কথার মতো
মনের চাওয়াটাকেই আসল বলে জানো।
শূন্য থেকে এসে শূন্যে মিলাও শেষে
শূন্যবৃত্তে বান্ধা জীবন কী লাভ ভালবেসে
না বেসেও কী লাভ কী হবে শোক তাপ
শূন্যতার এই জগৎ অনিত্যতার ছাপ।