পথের পাশে রথের হাটে সূর্য নামে পাটে
সেগুন শাখায় বিবর্ণ ফুল ঐশ্বর্যহীন হাসে
শব্দমালায় জব্দ হৃদয় সাধের স্বপ্ন গাথা
তবুও চেষ্টা চলতে থাকে আধেক কষ্ট সাধা।
সামনে দেখা মরীচীকা ডাকবে হাত নাড়িয়ে
পেরিয়ে যায় আলোর মিছিল কালোর সড়ক দিয়ে।
ছুটতে যাবো স্থবির পা ক্লান্তি ছুঁয়েছে মন
ডাক শুনেছি ওপার থেকে গুণে চলছি ক্ষণ।
একে একে দেউড়ী খুলছে আলোয় আগল খোলা
মনের ভিতর শত বুদ্বুদ তাদের সঙ্গে খেলা
যাওয়া আসার পথের পাশে আবাস পান্থশালা
কতটা সময় থাকতে পারব ভাবছি যাবার বেলা।
ইস্টিশানের রেলগাড়ীটার মতো যাওয়া আসা
কিছুটা সময় নিজের সঙ্গে আলাপ করতে বসা
আলোচনা হয় অনেক বিষয় অনেক প্রসঙ্গ আছে
প্রস্থানকাল দুয়ারে হাজির শকট দাঁড়িয়ে আছে।
কান্নার সাথে মুচকি হাসছি কথায় বিষম খাই
সহযাত্রীরা অবাক তাকায় বুঝার উপায় নাই
কিছু নেই যেটা বলেই যাবো নীরবে তাকিয়ে থাকি
বিদায় ঘন্টা শুনছি প্রিয় হে বিদায়! এবার আসি।
অভিজ্ঞান-৩
২৯ জুলাই ২০১৬/শুক্রবার/১৪ শ্রাবণ ১৪২৩/ঢাকা।