এই তো এবার জাগছে মানুষ
ভয় পাচ্ছে মরা
এদের ভয়ে কে পালাবে
ছেড়ে বসুন্ধরা?

যাদের পায়ের তলার মাটি
ভীষণ উষর রুখু
শিকড় ছড়ায় না সেখানে
যতই মাথা খোটো।

তারাই ছোটে ভিন্ন দেশের
মাটি চেটে খেতে
আয়রে কুকুর মারবো তোকে
বাংলা কঞ্চি বেতে।

পিটিয়ে পুঁতে ফেলবো তোদের
ভুঁতিয়ে দেব নাক
বাঁচতে চাইলে তল্পি গুটা
ভাগ এখনি ভাগ।

বট ও পাকুড় (আড়মোড়া)/ঢাকা।
৩ শ্রাবণ ১৪২৩/সোমবার/১৮ জুলাই ২০১৬।