একটা দুইটা মরলে এমন চ্যাতো কেনে ভাই
এমন মানুষ কে দুনিয়ায় বাঁচতে যে না চায়!
সবাই চালায় বাঁচা চেষ্টা
সফল যারা জেতে শেষটা
কষ্ট করে মরতে বলো বেলতলা কে যায়!
সাগর রুনী মরছে নাকি গ্যাসের পাইপ ফেটে
সাম্বাদিকরা টের পায়নি খানার থালা চেটে
আবোল তাবোল কথা বলে
মেঘ শিশুটার মাথা খেলে
বেশি বকে দিলে কেঁচে তদন্তের পথটাকে।
মাঝে ছিল তনুর মায়া, সারা দেশে হুক্কি হুয়া
দু’মাস চলে না যেতে তা হল ছেলের মোয়া
যতই চেঁচাও কাজ হবে না
আসল তো নয় কচুরী পানা
যা করেছে ভেবে চিন্তে তনুর জন্য দোয়া।
বাবুল ভায়া গ্যাঁড়াকলে বউ হারিয়ে একা
মাঝখানেতে পাচ্ছে অনেক সাম্বাদিকের দেখা
সাহস দেবে খ্যাতি দেবে
হিরোর মত কভার দেবে
বিপদ বুঝলে কেটে পড়বে, মুছবে পদরেখা।
সবই বোঝো তবে কেন এত বেগড়বাই
রাষ্ট্রনীতি নয়তো কোন চন্ডী পাঠের ঘাই
যখন যেটা খুব প্রয়োজন
ভুলে যাবে পর-আপনজন
শাসনরীতির শর্ত মেনে বলীর পাঁঠা চাই
দেশের স্বার্থে এইটুকু ত্যাগ আসুন মাইনা যাই।
বট ও পাকুড় (চলমান)/ঢাকা/
লেখাঃ ০৪.০৭ ভোর/বুধবার/২৯ জুন ২০১৬
১৬ আষাঢ় ১৪২৩/বৃহস্পতিবার/৩০ জুন, ২০১৬।