যুগে যুগে ফিরে আসে পলাশী
যুগে যুগে ফিরে আসে লাশ
যুগে যুগে ঘাতকের মন্ত্রে
পুড়ে যায় সোঁদা মাটি ঘাস।
বাঙ্গালীরা কোন হার মানে নি
কনৌজ বা পলাশীর সমরে
কূট চাল কি বা ষড়যন্ত্র
বেঁচে থাকে জাতি যায় অমরে।
যুগে যুগে কত মীর জাফরের
দেহ ধরে আছে এই মাটি জল
সব জানি হারাবে তা সময়ে
বাংলাদেশের আছে মনোবল।
বট ও পাকুড় (বাংলা)/ঢাকা।
০৮ আষাঢ় ১৪২৩/বৃহস্পতিবার/২৩ জুন ২০১৬