হাওয়ার সাথে আড়ি
আসে না এই বাড়ি
যতই তারে ঘরে ডাকি
চলছে বাড়াবাড়ি।

পাড়া পড়শী বাতাস খেলে
সকাল দুপুর সন্ধ্যাকালে
আমার বেলায় কেন রে তোর
এমন কড়াকড়ি?

দিই নি কারো ধানেতে মই
নিজের ঘরেই থাকি
যা কিছু তুই উড়িয়ে আনিস
তাকেই ধরে রাখি।

সময় এলেই মুছছি তাকে
অন্য সময় নয়
তবুও তোর আমার ঘরে
আসতে কিসের ভয়?

যা কিছু হয় পরিপাটি
সেসব করেই যাব
হাওয়া রে তোর বুকের ভিতর
কখন জায়গা পাবো?

আয়রে হাওয়া সন্ধি করি
অকাল বোধন নয়
তোর প্রবেশে আমার বসত
খোলাই সব সময়।

যখন খুশি আসবি ভেসে
যেমন খুশি বেশে
হাওয়া রে তোর রকম সকম
নষ্ট অনভ্যাসে!

কত শত বিভূই আছে
পাল্লা দিয়ে হাওয়ার সাথে
পাখ-পাখানা মেলে রেখে
বিজলী মাখন তোলে

আমার দেশে নাই এ সকল
হাওয়া চলিস স্বরাজ বেশে
তবুও কেন আমার কপাল
অপেক্ষাতে ঝোলে!

বজ্র হাওয়া ঝড়ের রূপে
আয়রে হাওয়া ঈশান থেকে
জীর্ণ জরা উড়িয়ে নিতে
প্রবল বেগে ধেয়ে।

তোর প্রবাহে হোকনা সফেদ
জমিয়ে তোলা ময়লা কালি
সাফ হয়ে যাক মানুষ মাটি
নদী শুদ্ধ বেয়ে।।

বট ও পাকুড়//ঢাকা।
০৪ বৈশাখ ১৪২৩/রবিবার/১৭ এপ্রিল ২০১৬