অভিমান, বড় অভিমান, চলে যাই তাই একাকী
পড়ে থাকি অলখে কোন বেলাভূমে, বিবাগী পাখি
কত সৌকর্য্য জীবন ঘিরে ছিল প্রতিদিন প্রতিক্ষণ
চলে যাই সব কিছু ফেলে ছেড়ে একাকী অভাজন।
সাজাই পরিপাটি গৃহ, বেশবাস, পরিজন, আহার বিহার
এভাবে চলে যাব নিভৃতে একেবারে, এক জীবনের হার।
এতো যে আয়োজন, কর্মযজ্ঞ, এতো যে প্রতিষ্ঠার পালা
সবকিছু বিরান পাথার, শ্মশান লাগে জীবনের হাসিখেলা।
এভাবে কে যেতে চায়, আমি জানি না, শুধু এই জানি
পরিশুদ্ধ হতে চাই, জীবনকে ধুয়ে মুছে সাফ করে গ্লানি।
ভাড়া নেয়া ঘর, নিভু নিভু রঙ্গীন আলো, আছে পাশে
কিছুই মোছে না বুকের ভিতরে যে অভিমান জমে আছে
সবকিছু তোমাদের দিয়ে আমি চলি অন্তহীন পথে আজ
তোমাদের এই পার্থিবতাকে পরিত্যাগ করাই আজ কাজ।
০৩ মার্চ ২০১৬; বৃহস্পতিবার; ২০ ফাল্গুন ১৪২২
স্ফুরত সময়//ঢাকা।
বিঃ দ্রঃ সাবেক ভূমি সচিব জনাব দেলোয়ার হোসেন এর মর্মান্তিক পরিণতি জেনে কিঞ্চিত তড়িতাহত হবার মতো অনুভূতিতে এই কথা ক’টি লেখা। তাঁকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, তবে তিনি বিপিএটিসিতে রেক্টর থাকাকালীন সময়ের কিছু ঘটনাও স্মৃতির কথা স্মরণ করতে পারি। নিজস্ব সীমাবদ্ধতা ক্ষমার্হ।