আমি তো চলেই যাবো, যেতে হয়
যেমন গিয়েছে আমার পূর্ব পুরুষ
সেই ঝিঁঝিঁ ডাকা রাত, অজ পাড়া গাঁ
শেয়াল ডাকা ঘরের বাহির ফেলে, চলে-
কোথায় কোন লোকে! কে জানে!
শুধু রেখে গেছে বংশলতিকা এই আমাকে
তাকে অথবা আমাদেরকে,
স্মৃতি চিহ্ন রূপে!
তবু মানুষ ঘর বাঁধে
বোনে স্বপ্নের অবিনাশী শিকল।
শিকল ছিঁড়ে যায় অপার্থিব আহ্বানে
আমিও পথ চেয়ে আছি
তেমনি এক অপার্থিবতার দিকে মুখ করে।
এই যে আমার প্রস্থানের নামতা
এই যে আমার ঘর বদল, স্মৃতি বদল
এই যে আমার রাতের পর রাত
কী দুনির্বার চঞ্চল ধ্যানমগ্নতা
সবই সর্বসমক্ষে কিন্তু অদৃশ্য।
(অসমাপ্ত)
২৩ ফেব্রুয়ারি ২০১৬; মঙ্গলবার; ১১ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।