গহ্বরের ভিতরে জীবন
বন্দী না হয়েও বন্দী
আলোহীন সপ্তাহ কত!

শুনেছি বাইরে যুদ্ধ
নিহত মানুষের দেহ
শকুন কুকুর শেয়ালেরা
খাবলে খুবলে খাচ্ছে
পোকা মাকড়ও পাচ্ছে
উৎসবে আয়েশী অংশীদার।

এখানে এই ভূগর্ভে
নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে
আয়েশী জীবন আমার!

সহসাই রাত নামে
পানের মুগ্ধ আসর
শরাবন তহুরার স্রোত
আলো আঁধারীর খেলা
সেনাধীপতি যায় আসে
রোস্টারে ডিউটির বদল।

বাইরের বর্ণ গন্ধ শব্দ
সযতনে আটক থাকে
যুদ্ধক্ষেত্র থেকে আহ্বান
আমার কানে পশে না
আমাকে স্পর্শ করেনা
পৃথিবীর তাবৎ কোলাহল।

এখানে এই ঐশ্বরিকতায়
আমিই একমাত্র অপরূপা
একজন রাজসেনার ক্রোড়ে।

টানাপোড়েন আর কান্না
এখানে নিষিদ্ধ রয়েছে
আদরে আপ্যায়নে নিমগ্ন
তবুও কখনো আনমনা
এক ঝলক হাওয়ার চলন
প্রেমহীন প্রেমার্ত মন্থন।

শুনেছি রাজসৈন্যরা অস্ত্র
মাথা নুয়ে রাখছে পায়ে
অস্ত্র ও আত্ম সমর্পণ
যুদ্ধ শেষে জয়ী হয়েছে
বাংলার ভূখা নাঙ্গারা
শহীদ ও বিজয়ী হয়েছে।

অগুণতি মানুষ মরেছে
মাঠে ময়দানে বাঙ্কারে
হাজারে নাকি লাখে? হিসাবহীন।

আজকের সকালটা কি বিষণ্ন
খুব কি কুয়াশা আজ বাইরে?
ঝরছে কি বিষণ্নতার মেঘ?
মনের ভিতরে কেন তুষার পাত?
স্বপ্নের দুয়ারে কেন দেখি
ঘোর আঁধিয়ার ছাওয়া?

কিভাবে ভালবাসি বা বাসি না
কিভাবে বেঁচে আছি বা নেই
সে সব কিছুই আমি জানি না।
জানি না।
জানি না।

এস, এম, আরশাদ ইমাম//বুধবার
০৬ জানুয়ারি ২০১৬//ঢাকা।