তুমি ভুলে গেছ সব পাতার কথা
ভুলে গেছ গাছের ছায়ার নিচে
ছিন্ন ঘাসের ইতিহাস
তুমি ভুলে গেছ চোখের কোণা থেকে
ফিনকি দিয়ে ছোটা নোনা পানির কথা
মরাল গ্রীবা, রাজহাঁস।
ভুলে গেছ আয়নার ছবি
পাশাপাশি চোখ দু’টোর
সরল রৈখিক অর্থ বোধকতা।
তোমার পদশব্দে এখন
ভোরের গোলাপ হারায় শিশির বিন্দু
তোমার হাসির কল্লোলে
সন্ধ্যার প্রজাপতি হারায় রেণুর মুর্চ্ছনা।
কার দোষে কিভাবে হয়?
সময় একদিন শিয়রে এসে
চোখের পাপড়ি ছুঁয়ে যাবে
কালের কালিন্দী ঠোঁটে
তারপর, নিশীথ সূর্যর মতো
আলোর অাতপ ফুটবে সব কূলে
বোবা প্রশ্ন পাবে ভাষা, আর
শব্দের শোভাযাত্রায় সঙ্গীত হবে, এই, যে-
সে ছিল তোমার অনুসন্ধান কাল
অথচ আমার নিষ্কলুষ ভালোবাসা।
এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৬ নভেম্বর ২০১৫; শনিবার; ২৩ কার্তিক ১৪২২//ঢাকা।