তুমি বেড়ে ওঠো
আমার ভেতরে
অথচ পাবো না তোমাকে
কেমন কথা বলতো!
নিঃশেষ হবো নিঃশ্বাসে তোমার
তবুও
আমার হবে না কখনো
কেমন তোমার পথ
কেমন করে চলো
কেমন করে তোমার পায়ে দলোতো।
১৯.১১.১৯৯২/সূর্যসেন হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।
সত্যও নয়, মিথ্যাও নয়
এ দু’য়ের মাঝামাঝি
অস্তিত্বহীন এক পটভূমিতে
আঁকা ছবি
যত নষ্ট যত ধ্বংসের মূল; এবং
সেই মহানষ্ট-ধ্বংসের ভিতরে দাঁড়িয়ে
নির্মাণের স্বপ্ন কি দুর্গম না!
দুই নৌকার মাঝে
ছলাৎ ছল আওয়াজে
পতন ছাড়া
আর কিছু কি থাকে? এক নৌকার
গলুই নিয়ে জীবন সাজাও না!
এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৮ অক্টোবর ২০১৫; বুধবার; ১৩ কার্তিক ১৪২২//ঢাকা।