চল সখী চল জলেতে যাই
           ফেনার সাথে কেলি
আগুনগুলো ধুয়ে ফেলে
           নীল সাগরে খেলি।

ভাবনাগুলোর ডানা ধরে
           ঢেউয়ের বুকের উপর
সার্ফিং হোক ঘুর্ণী ঢেউয়ে
            আজকে সারা দুপুর।

বুকের ভিতর ক্ষার জমেছে
            অম্ল উদর ভরে
লবণ দিয়ে আসুক শান্তি
            রণক্ষেত্র জুড়ে।

বয়সটাকে বন্দী করে
            মাঝ দরিয়ায় নামি
ঝড় তুফানে না ভাসালে
            চলুক সে নখরামী।

চল সখী আজ পুরান ভুলে
            সমুদ্র মন্থনে
জলের পরী জলের ভিতর
            নিরাভরণ মনে।

সখী আমার ডেসটিনেশান
            হৃদয় উৎস মূলে
তোর সে হাসির ঝলক আমার
            স্বপ্ন দুয়ার খোলে।

চল সখী আজ ভেসে চলি
            পরিব্রাজক পাখি
সাগর বুকে শয্যা পেতে
            ঢেউয়ে মাথা রাখি।

ডানায় ডানায় বজ্র জাগে
            বাতাসে কাম শীস
তুমুল সুবাস, নীলের টানে
            ফের ফিরে আসিস।

সাগরআমার বুকের ভিতর
            বন্দী হয়ে আছে
তুই উড়ে যাস তারও উপর
            গাংচিলেদের পাশে।

ঠোঁটে মুছিস ডানার ক্লান্তি
            হৃদয় পেতে আছি
সখী আমার অভিবাসী
            তোকেই ভাল বাসি।

এস, এম, আরশাদ ইমাম// অবিনাশী সময়
১২ অক্টোবর ২০১৫; সোমবার; ২৭ আশ্বিন ১৪২২্// ঢাকা।