জিহাদ শুনেই চমকে উঠি
আসল মানে নাই
জিহাদ মানেই রক্তবমি
লাখে জীবন যায়

জিহাদ মানে ধরো মার
দখল করো সব
পাথর-পাহাড়, বালি পাথার
স্তব্ধ কলরব

জিহাদ মানে কালো নিশান
আরব জাহান জুড়ে
নিউইয়র্ক, লন্ডন আর
আফ্রিকার উত্তরে

জিহাদ যখনএ্যালবাট্রস
ঢাকে আকাশ নীল
আটপৌরে আমার জীবন
খুঁজে পাই না মিল

যে সব জিনিস আমার কাছে
খুব অচেনা লাগে
তাদের কথা শুনলে কানে
বুকে কাঁপন জাগে

জিহাদ থেকে দূরে থাকুন
রাক্কা বা পালমীরা
ছিন্ন মুন্ডু নিয়ে খেলায়
মত্ত যে জঙ্গীরা।

টীকা

আসল জিহাদ মনের ভিতর
নফ্‌সকে দমন করা
সেইখানেতে নারাজ বাছা
আপাদমস্তক গোঁড়া।

ষড়রিপু মানব শত্রু
তাকে দমন করো
সেটাই হবে আসল জিহাদ
বিশ্বে শান্তি গড়ো।

নিজের ভিতর নিজেই যদি
শুদ্ধ জীবন গড়ি
সেটাই হবে শ্রেষ্ঠ জিহাদ
এসো জিহাদ করি।।

এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১১ সেপ্টেম্বর ২০১৫//শুক্রবার//২৭ ভাদ্র ১৪২২//ঢাকা।