১. রাত জাগা

আমার নির্ঘুম রাতের কাছে
ভালবাসার চেয়ে মূল্যবান
আর কী আছে!
সে যখন চলে গেছে
কি হবে আমার আর জেগে থেকে?

আজ তাই আবার ঘুমাই
ডুবে যাই প্রাগাঢ় নষ্ট মদিরাতে।

২.  অালোহীন

শতাব্দীর প্রাচীনতম প্রত্যয়ে
বাঁধা পড়ে আছি
বহুদিন হলো দেখিনা পৃথিবীর আলো
কেমন এক পরোক্ষ আলোময় আঁধারি
উজ্জ্বল করে রেখেছে আমার চরাচর।

সে তোমার অনঙ্গ প্রেম
অফুরান ভালোবাসার দীপ্তি।

৩.  মেঘদল

পলাতক চাঁদের চাঁদোয়া
ঝুলে থাকে আকাশের উঠানে
আমি রাতভর চোখ মেলে রাখি
চাঁদেয়ার দিকে, যদি নেমে আসে
কোন বোরাক ঝড়ো বাতাসে।

রাত গড়ায় বৈতরণীর দিকে
ঝুম বৃষ্টিতে চাঁদোয়া হয়ে ওঠে ফিকে।

৪.  তুমি হীন

তুমি তো দূরের নদী
অবিরাম খেলা করা কচি কিশোর ঢেউ
তোমার বুকে চড়ার আভাস
কল্পনা করতে পারে কি কেউ?
কল্পনাও কখনো কখনো হার মানে।

তোমাকে দেখেছি দূর থেকে শৈশব তখন
তোমাকে পেলাম আজ, অথচ, তুমি অস্ত গেলে।।

এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৩ সেপ্টেম্বর, ২০১৫//বৃহস্পতিবার//১৯ ভাদ্র ১৪২২//ঢাকা