পথ পরিক্রমা
পথ থেকে সরে যায় মানুষ
নতুন পথের সন্ধানে
নতুনের প্রতি সহজাত দুনির্বার আকর্ষণে
রহস্যময়ী নতুনের রহস্য উন্মোচনে,
পারে কি?
হয়তো পারে, হয়তো পারে না।
যে পারে না সে ফিরে তাকায় পুরানের দিকে
পুরান পথ, ফিরে আসতে চায় পুরাতন পথে,
কিন্তু
পথ সরে যায় তার থেকে -দূরে-বহুদূরে
ছেড়ে আসা পথ আর তার জন্য
ঘাসে ঢাকা মসৃণ মখমলসম পথ
বিছিয়ে রাখে না।
পথভোলা বেপথুর কোন পথ নেই
পথহারা পথিক কখনো গন্তব্যে যেতে পারে না,
যদিও জীবন তাকে টানে।
বৃষ্টি ও প্রার্থনা
১.
প্রার্থিত বৃষ্টি ভেজায় দু’হাত
শরীর পায় না তাকে
দু’চোখ ভরেছে সাগর তৃষ্ণায়
বুকেও পিপাসা থাকে।
এত যে তৃষ্ণা এত জল কই
পৃথিবী উষর মরু
তবুও এ মন শুধু জল চায়
চায় ভেজা ঠোঁট উরু।
চাইছি, আমাকে দেবে না কি কেউ?
দেবে কি তুমি? না?
আঙ্গিনা আমার ভরেছে পুষ্পে
সৌরভও কি পাচ্ছনা?
পুষ্প বৃষ্টি হোক না আজকে
তোমার দু’ চোখ ভ’রে,
চাই, পান করি তোমার চোখের
সমুদ্র উপুড় করে।
দেবে তো সামান্য অঞ্জলী ভ’রে
এক গন্ডুষ জল
বিনিময়ে নিও আঙ্গিনা ভরা বেলী
অথবা সব কোলাহল।
২.
জল ভর ভর মাটির শহর
অঝোর বৃষ্টি ধারা
কদম ছুঁয়েছে উন্মন স্রোত
ভাদ্র পাগল পারা।
শরত দেখেনি এমন বৃষ্টি
যতদূর মনে পড়ে
কখনো দেখেছি গন্ডুষ বেয়ে
অশ্রুর মতো ঝরে।
এবার দেখেছে আকাশ পাগল
দীর্ঘ বৃষ্টি জল
মাটির তৃষিত শহর এখন
জলছল কলকল।
অঙ্গ ভিজেছে, প্রত্যঙ্গ জলে
ছুঁয়ে আছে সারা বেলা
মৃত্তিকা-তল তা-ও ভিজে গেছে
শান্ত ভূ-ধর জ্বালা।
এসো আজ ভিজি অভিমান ভুলে
সব অভিমান জলে
মিলে মিশে হোক একাকার আর
জলোভেজা কোলাহলে।
এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০২ সেপ্টেম্বর ২০১৫//বুধবার//১৮ ভাদ্র ১৪২২//ঢাকা।