ক।
যদি হারাই আবার
নতুন করে চাই না তাই
প্রায়ান্ধকার সময়ে বসে
নতুন আলোর স্বপ্ন দেখা
শেষ বিচারে দুরাশাই।
খ।
কঠিন হচ্ছে সহজ ব্যাখ্যাগুলো
কেন বাঁচি কেন মরি না
কেন হিসাব নিকাশ এত
যতই হিসেব কষি অংক মেলে না।
গ।
সামাজিক সহজ সূত্রগুলো
ভাঙছে, প্রতিদিন ভেঙ্গে পড়ছে
এমনভাবে যে, নিজে যেটা
সত্য বলে জেনে এসেছি, পরবর্তী
প্রজন্ম তাকে সত্য বলে জানবে না।
তার জানাটা ঠিকই থাকবে
ভেঙ্গে যাচ্ছে শুধু আমার জানাটা।
ঘ।
তোমাকে পাইনি তাই ভেঙ্গে গেছে
আলোর স্তম্ভ
নিরেট অন্ধকারে বসে ধ্যানরত আমি।
অথচ তুমিই এসে আলো জ্বালালে
অন্তর্ধানের সুড়ঙ্গে
আমি হতভম্ব!
নিজের সঙ্গে রং তামাশা-কেমন খেলা এটি
নাকি এবার পাঁজর জ্বালাবে
পণ করেছ এমনটি।
মূল লেখাঃ ২৩-১১-২০০৭, শুক্রবার, ঢাকা।
পুনর্লিখনঃ এস, এম, আরশাদ ইমাম//০৫ আগস্ট ২০১৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪২২//ঢাকার জীবন