একদিন নদী ছিলে তুমি
            বয়ে যেতে কখনো খরস্রোতা
            আবার কোন কোন দিন
            নিরিবিলি নিরবধি, একরোখা।

একদিন ছিল মৃদুমন্দ ঢেউ
তুমি নদী, আর ঝিরঝিরে হাওয়া
এই আমি, ছুঁয়ে ছুঁয়ে দিন যাই।

            একদিন ছিলে তুমি শুধু
            একা একা বয়ে চলা ধারা
            পাশে বসে স্তব্ধ হাওয়া, আমি
            কত কথা বুকে নিয়ে
            নির্বাক পড়ে থাকি, তোমার তীরে।

কথা নেই শুধু বয়ে চলা।
সামনে মোহনা।

২.

আসতে আসতে রাত ভোর
ভাবতে ভাবতে গেল দিন
আমি তো জানি না আজো
কতটুকু যে আমার ঋণ!

এস, এম, আরশাদ ইমাম//১২ জুলাই ২০১৫; রবিবার; ২৮ আষাঢ় ১৪২২// ঢাকার জীবন