বন্ধু দিবসের শুভেচ্ছা রইলো, সকল বন্ধুর কাছে।
বন্ধু
বন্ধু বলব কাকে?
বুকের কোন গোপন ঘরে
মাসের পরে বছর ধরে
খুব অাপনের মতন করে
জায়গা জুড়ে থাকে।
বন্ধু বলব কাকে?
দুনিয়াবি লাভ ও ক্ষতি
হিসাব নিকাশ অসঙ্গতি
সরিয়ে রেখে অাশ্রয় দেয়
যুক্তিহীনতাকে।
বন্ধু বলব কাকে?
মনের ভিতর উথলে ওঠা
বলা যায় না এমন কথা
শুনতে পারে নির্বিবাদে
সরিয়ে ব্যস্ততাকে।
বন্ধু বলব কাকে?
যার সকাশে অাদব অাচার
ফর্মালিটির পাপ ব্যাভিচার
সরিয়ে মুখোশ অাপনাতে যার
প্রকাশ ঘটে থাকে।
বন্ধু বুঝবে কাকে?
তোমার সুখের ডুগডুগিতে
বাজায় কাঠি চার পা-হাতে
ডুগডুগিটা ফাটলে হারায়
চিনতে হবে তাকে।
বন্ধু বলবে কাকে?
ছাদ চুইয়ে গড়াচ্ছে জল
মনের ঘরে বল হরি বোল
বন্ধ অাগল দেখে পালায়
বন্ধু নয় সে লোকে।
বন্ধু ভাববে কাকে?
বিগলিত মুখের ভাষা
বুকে পোষে পাবার অাশা
অাশার পাখি উড়াল দিলে
নদী হারায় বাঁকে।
বন্ধু ডাকবে কাকে?
তোমার সঙ্গে অাগুন দেখে
ঝাঁপিয়ে পড়বে বন্ধ চোখে
অাঁজলা ভরা পানি ও প্রাণ
নেভায় যে অগ্নিকে।
অারশাদ ইমাম/০৬ অাগস্ট ২০১৭/রবিবার/ঢাকা।