দেয়াল তোমার নতুন জীবন, নতুন রঙের পোচড়
ডেকে যাক যত দহন গ্লানি, পূরণ হোক সে ক্ষতর
নতুন বর্ণে নতুন ঢংয়ে নতুন অর্থ এনে
কেউ যদি চায় মুছে দিতে সব, দেখুক দু’চোখ মেলে।
দেয়াল, তুমি ভাষাহীন এক স্বাক্ষী মহাকাল
উথাল পাথাল, উত্থান আর পতনে হয়েছ ঢাল
নির্বাক এক তাপস হয়েছ, অসীম ধৈর্য্য বহা
দেয়াল তুমি কালের স্বাক্ষী, একা সর্বংসহা।
দেয়াল, তোমার সারাটি দেহ কিসে বিক্ষত যেন
তুমি নির্বাক চেয়ে চেয়ে দেখ,কিছুই করো না কেন?
অক্ষত নও, ধ্বসেও পড়োনি, ঠেকাতে পারো নি কিছু
মেনেও নাওনি,দেখাচ্ছ সবই, হয়েছে কত না কিছু!
কিছু না বলে নুব্জ্য না হয়ে, খন্ডিত বাহু শির
কত ইতিহাস বুকে ধরে তুমি কালজয়ী মহাবীর।
দেয়াল, তুমি এই পৃথিবীর চিরস্থায়ী স্মৃতি
তোমার জন্য শ্রদ্ধা এবং জানাই অনন্ত প্রীতি।
আরশাদ ইমাম/দেয়াল/শেষ চৈত্র/ঢাকা
Worldwide Megalithic structure, that shows the torture of history, history unwritten. from Sumeria to Maya, fromর্ Africa to Japan, from Lumeria to MU, from Denisova to Australia, from Ziggurat to harappa, from SriLanka to Siberia, from China to India.