নতুন বছর
নতুন বছর নতুন হবে, নাকি ঢের পুরোনো?
হবে কী সে রাজপুত্তুর, জৌলুসে মোড়ানো!
নতুন বছর নতুন সাজে সাজবে, না বিবর্ণ?
ধূসরতায় ঢাকবে স্বদেশ, কষ্টতে আকীর্ণ?
আশংকা আর দ্বিধায় ভরা প্রতিটি পা ফেলা!
নতুনের জয়যাত্রা কি আজ অমাবস্যায় গেলা?
প্রাণোচ্ছ্বল আর সৃজন যে জন তার দেখা কী হবে?
নাকি কেবল শবযাত্রা, শহীদী সৌরভে?
এসব নিয়েই নতুন বছর আসছে ঘরে ঘরে,
জেনে রাখোএ বর্ষকেই নিচ্ছি বরণ করে।
কঠিন দিনে মনের বাঁধন অধিক দৃঢ় হবে
এই বাঁধনে বিশ্ব আবার নতুন জীবন পাবে।
আরশাদ ইমাম/ ঢাকা